Posted by: CUAUSA

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশ্ব দরবারে পৌঁছে দিতে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং এম আই টি তে চবি এ্যালমনাই ইউ এস এর কনভেনশন

গত ২রা জুন, ২০২৪ রবিবার চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যালমনাই এসোসিয়েশান অব ইউ এস এ কতৃক আগামী ২৬শে জুলাই হার্ভার্ড ক্যাম্পাস এবং ২৭শে জুলাই এম আই টি ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য কনভেনশনের বিভিন্ন বিষয়াদি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। চবি এ্যালমনাই এসোসিয়েশান ম্যাসাচুসেট এর জেনারাল সেক্রেটারি ও কনভেনশন এর মেম্বার সেক্রেটারি মোহাম্মদ সাইফুর আর চৌধুরী টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যসহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চবি এ্যালমনাই এসোসিয়েশান অব ইউ এস এ এর প্রেসিডেন্ট ও বস্টন ইউ এস এ কনভেনশন ২০২৪ এর চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী।তিনি বলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম সর্বত্র ছড়িয়ে দিতে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং এম আই টিতে কনভেনশন ২০২৪ এর আয়োজন। উপস্থিত সংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ্যালমনাই এসোসিয়েশান গড়ে উঠেছে যা খুবই প্রশংসনীয়।বিভিন্ন অঙ্গরাজ্যে সকল এলামনাইদেরকে একই মঞ্চে এনে চবি এ্যালমনাইদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা হবে কনভেনশনের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য।তিনি এই কনভেনশন সফল করার জন্য সবার সর্বাঙ্গীণ সহযোগিতা কামনা করেন।কনভেনশনের কনভেনর ও চবি এ্যালমনাই এসোসিয়েশান অব ইউ এস এ ম্যাসাচুসেট এর প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ জানে আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।কনভেনশনে আমন্ত্রিত অতিথীরা বিভিন্ন বিষয়ের উপর সেমিনারে অংশগ্রহন করবেন তিনি জানান।

কনভেশনে চট্রগ্রাম বিশ্ববিদ্যলয়ের অতীত ইতিহাস, বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যতে করনীয় বিষয়াদি নিয়ে সেমিনারে আলোচনা করা হবে ।

চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী আরও জানান এই কনভেনশনে উপস্তিত থাকবেন এবং সেমিনারে অংশগ্রহন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী আবদুস শহীদ, মাননীয় শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান নওফেল এবং চবি মাননীয় উপাচার্য মোঃ আবু তাহের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *